শাহজালাল থেকে ২০ লিটার এলকোহল আটক

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সৌদি রিয়াল জব্দ

বিমানবন্দর রিপোর্টার : ১১ নভেম্বর ২০২৪ তারিখে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের এক নম্বর গ্রিন চ্যানেল এলাকায় কর্তব্যরত থাকাকালীন অবস্থায় এভসেকের একজন সদস্য বিদেশী একজন যাত্রীকে কাস্টম চেকিং ফাকি দিয়ে সুকৌশলে বের হয়ে যেতে লক্ষ্য করেন।

পরবর্তীতে উক্ত সদস্য অত্র এলাকায় কর্তব্যরত কাস্টমস সদস্য কে এই ব্যাপারে অবহিত করেন । পরবর্তীতে ওই স্থানে কর্তব্যরত কাস্টমস সদস্যবৃন্দের সাহায্যে উক্ত সন্দেহভাজন ব্যক্তির সাথে জড়িত অন্যান্য যাত্রীদের ব্যাগ চেক করা হলে ২০ লিটার অ্যালকোহল পাওয়া যায়।

উল্লেখ্য যে, কাস্টমস এর নিয়ম অনুযায়ী ঘোষণা না দিয়ে, সুকৌশলে কাস্টমস নিয়ম বহির্ভূত দ্রব্যাদিসহ ব্যাগ পার করে নেয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হলে উক্ত যাত্রীদেরকে প্রাথমিকভাবে জিগাসা করা হয় এবং প্রমাণ সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

১৩৩০০০ সৌদি রিয়াল জব্দ

এছাড়া অদ্য ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখে ইউ এস বাংলা এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট বিএস-৩৪৩ কতিপয় যাত্রী বহির্গমনের উদ্দেশ্যে অত্র বিমানবন্দরে আসেন। নিরাপত্তা তল্লাশীর সময় তাদের ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত এভসেক স্ক্যানার উক্ত যাত্রীদের ব্যাগের ভিতর প্লাস্টিকের মোড়কে সুকৌশলে লুকায়িত অবস্থায় রাখা কাগজের মুদ্রা সদৃশ্য বস্তু দেখতে পান।

উক্ত যাত্রীদেরকে তৎক্ষণাৎ জিগাসা করা হলে কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তীতে কাস্টমস সদস্যসহ নিরাপত্তা সদস্যদের উপস্থিতিতে ব্যাগগুলি খোলা হলে অনেক পরিমাণ সৌদি রিয়ালের অস্তিত্ব পাওয়া যায়।

উল্লেখ্য যে, এই পরিমাণ অর্থের তথ্য উক্ত যাত্রীদের জানা ছিল না, পাসপোর্টে এনডোর্স করা ছিল না এবং সুকৌশলে লুকায়িত ছিল। পরবর্তীতে উক্ত যাত্রীদেরকে সন্দেহভাজন হওয়ায় এয়ারলাইন্স কর্তৃক অফলোড করা হয় এবং কাসট্মস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.