এমিরেটসের ফ্লাইটে নিউ ইয়র্ক গেল এনবিএ কাপ ট্রফি

এভিয়েশন ডেস্ক :  এমিরেটস এয়ারলাইনের বিশেষ একটি ফ্লাইটে গতকাল ১২ নভেম্বর দুবাই থেকে নিউ ইয়র্কে পৌছেছে এনবিএ কাপ ট্রফি। একই দিনে যাত্রা শুরু করেছে এমিরেটস এনবিএ কাপ ২০২৪। বিশ্বের অত্যন্ত জনপ্রিয় এই টুর্নামেন্টটি আগামী ১৭ ডিসেম্বর চ্যাম্পিয়নশীপ গেইমের মাধ্যমে লাস ভেগাসে শেষ হবে। উল্লেখ্য, এমিরেটস এনবিএ’র গ্লোবাল এয়ারলাইন পার্টনার এবং এমিরেটস এনবিএ কাপের উদ্বোধনী টাইটেল পার্টনার।

এনবিএ কাপ বহনকারী এমিরেটসের আইকোনিক এয়ারবাস এ৩৮০ টিকে দৃষ্টিনন্দন এনবিএ লিভেরীতে সজ্জিত করা হয়। গতমাসেই এনবিএ থীমভিত্তিক এই লিভেরীর উদ্বোধন করে এমিরেটস।

এনবিএ কিংবদন্তী জেমস ওয়ার্থী ট্রফির সঙ্গে দুবাই থেকে নিউ ইয়র্ক ভ্রমণ করেন। বিশেষ ফ্লাইটটি নিউ ইয়র্ক পৌছাবার পর ট্রফিটির এনবিএ কমিশনার এডাম সিলভার এবং এমিরেটসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কমার্শিয়াল অপারেশন্স (পশ্চিম) থিয়েরী অকস এর কাছে হস্তান্তর করা হয়।

বিশেষ ফ্লাইটের প্রতিটি কেবিন বাস্কেট বল থীম দিয়ে সাজানো হয় যা খেলাটির স্পিরিট ধারণ করে। এনবিএ ব্র্যান্ড বক্সে যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করা হয়। ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় যাত্রীদের জন্য এনবিএ ক্লাসিক গেইমগুলো দেখার সুবিধা করে দেয় এমিরেটস। পুরো টুর্নামেন্ট চলাকালে নির্ধারিত কিছু গেইম যাত্রীরা লাইভ দেখার সুযোগ পাবেন।

দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ফ্লাইটের যাত্রীদের বিশেষভাবে অভিবাদন জানানো হয় এমিরেটসের পক্ষ থেকে। যাত্রীদের এমিরেটস এনবিএ কাপ উপলক্ষ্যে বিশেষ স্মারক উপহার হিসেবে প্রদান করা হয় যার মধ্যে ছিল সীমিত সংখ্যায় প্রস্তুতকৃত এনবিএ থীম সমৃদ্ধ এমিরেটস এয়ারলাইনের উড়োজাহাজ মডেল। এছাড়াও ছিল বিশেষভাবে তৈরি লাগেজ ট্যাগ, এনবিএ ব্র্যান্ড পোলারেড ফটোফ্রেমসহ আরও অনেক কিছু।

এমিরেটস এনবিএ কাপ চলাকালীন আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এমিরেটস যাত্রীরা যুক্তরাষ্ট্র ও কানাডার ১৩টি রুটে চলাচলের সময় ফ্লাইটে এনবিএ অনুপ্রাণিত বিভিন্ন পন্য ও সেবা উপভোগের সুযোগ পাবেন। ফ্লাইটে আরোহণের পূর্বে এমিরেটসের দুবাই, নিউ ইয়র্ক জেএফকে, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস এবং বোস্টন লাউঞ্জগুলোতে ২২ নভেম্বর পর্যন্ত যাত্রীদের এনবিএ থীমভিত্তিক খাবার ও পানীয় অফার করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.