প্যারাগুয়ের মাঠে হারলেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে অবস্থান করছে উরুগুয়ে ও কলম্বিয়া। আর ব্রাজিল তিনে অবস্থান করছে। ১৭ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।
ফিফা বিশ্বকাপ-২০২৬ বাছাই পর্বে শুক্রবার প্যারাগুয়ের মাঠে ১-২ গোলে হেরে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও টেবিলের শীর্ষ দল আর্জেন্টিনা। একই দিন ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই লাতিন জায়ান্ট ঘুরে দাঁড়াতে মরিয়া। বুধবার ভোরে মাঠে নামছে দুটি দলই।
সালভাদরের ফন্তে নোভা অ্যারেনায় স্বাগতিক ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে, বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনার ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬টায়, ব্রাজিল মাঠে নামবে এর ৪৫ মিনিট পর।
প্যারাগুয়ের মাঠে হারলেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে অবস্থান করছে উরুগুয়ে ও কলম্বিয়া। আর ব্রাজিল তিনে অবস্থান করছে। ১৭ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল। বুধবার উরুগুয়েকে হারিয়ে দুইয়ে উঠে যাওয়ার সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে। তবে এজন্য একুয়েডরের কাছে কলম্বিয়াকে হারতে হবে কিংবা পয়েন্ট হারাতে হবে।
দুই দল এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতায় ৮০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪০টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ব্রাজিল। উরুগুয়ে জিতেছে ২৩টি, বাকি ১৭টি ম্যাচ ড্র হয়। সর্বশেষ পাঁচবারের মোকাবেলায় ব্রাজিল তিনটি ও উরুগুয়ে দুটি জয় পেয়েছে। এ বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে দেখা হয় দুই দলের। ওই ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় পায় উরুগুয়ে। আজ সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া হবেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহারা। ভিনিসিয়ুস হারাতে চাইবেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ফেদেরিকো ভালভার্দেকে।
আর্জেন্টিনা কাছে পেরুর পাত্তাই পাওয়ার কথা নয়। সর্বশেষ পাঁচবারের দেখায় আর্জেন্টিনা চারটি জিতেছে, বাকি ম্যাচটি ড্র হয়। সর্বশেষ এ বছর কোপা আমেরিকার গ্রুপ পর্বে পেরুকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। দুটি গোলই করেছিলেন লাউতারো মার্টিনেজ। ৫৮ ম্যাচের মুখোমুখিতে আর্জেন্টিনা ৩৭টিতে ও পেরু ৭টি জিতেছে, ড্র হয় বাকি ১৪ ম্যাচ।
লাতিন অঞ্চলের ১০ দলের মধ্যে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে ৬টি দল। সপ্তম দলটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলবে। অর্থ্যাৎ এই মহাদেশ থেকে সাতটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপ আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল।