আইপিএলে ক্রিকেটার পন্ত বিক্রি হলেন ২৭ কোটিতে

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলের মেগা নিলাম। গত নিলামে শ্রেয়াস আইয়ার ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন পাঞ্জাব কিংসে। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তিনি রেকর্ড ভেঙেছিলেন গত আসরে কলকাতায় যাওয়া মিচেল স্টার্কের (২৪ কোটি ৭৫ লাখ রুপি)। কিন্তু আইয়ারের সেই রেকর্ড বেশিক্ষণ টিকতে পারেনি। এবার তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।

এর আগে রেকর্ড ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে নাম লেখান গত আসরে কলকাতার অধিনায়কত্ব করা শ্রেয়াস আইয়ার। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা শ্রেয়াস আইয়ারকে রিটেইন করেনি দলটি।

যদিও নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপি পর্যন্ত আয়ারকে পেতে বিড করেছিল তারা। গত মৌসুমে শ্রেয়াসের অধিনায়কত্বে খেলেছিলেন মিচেল স্টার্ক। গত আসরে নিলামে রেকর্ড গড়া স্টার্ককে এবার ১১ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

মার্কি নিলামে প্রথমে নাম ওঠে আর্শদ্বীপ সিংয়ের। ১৮ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় তার পুরোনো দল পাঞ্জাব কিংস।

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ক্যাগিসো রাবাদাকে দশ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে ইংল্যান্ডের জস বাটলারকেও দলে টেনেছে দলটি।

আইয়ার বিক্রি হয়েছিলেন ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকল না ৩০ মিনিটও। তাঁর রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রূপিতে তাঁকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।

১৫ কোটি ৫০ লাখ রূপিতে গুজরাট টাইটানসে জস বাটলার। ৭ মৌসুম ধরে এর আগে রাজস্থানে খেলেছেন বাটলার।

গত মৌসুমের সবচেয়ে দামী ক্রিকেটার স্টার্ককে কিনেছে দিল্লি ক্যাপিটালস। এবার তাঁর দাম উঠেছে ১১ কোটি ৭৫ লাখ রূপিতে।

মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তাঁর নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রূপি। তবে আজ আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।

গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ারকে রিটেইন করেনি কলকাতা। যদিও নিলামে ৯ কোটি ৭৫ লাখ রূপি পর্যন্ত আইয়ারকে পেতে বিড করেছিল দলটি।

কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রূপিতে কিনেছে গুজরাট টাইটানস।

১৮ কোটি রূপিতে অর্শদীপকে কিনে নিল তাঁর পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাঁকে কিনেছে পাঞ্জাব।

মোহাম্মদ শামি এবার সানরাইজার্স হায়দারাবাদে।  এই দামে শামি খুশি হবেন তো?

ভারতীয় এই পেসারকে ১০ কোটি রূপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চোটের কারণে ২০২৩ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি শামি। প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেছেন কয়েক দিন হলো।

৭ কোটি ৫০ লাখ রূপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।

ফুরিয়ে যাননি যুবরাজ চাহাল। অন্তত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সেটাই মনে করছে। অনেক কাড়াকাড়ির পর চাহালকে ১৮ কোটি রূপিতে কিনেছে পাঞ্জাব কিংস।

মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটের গুনতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রূপি। গত ৮ মৌসুম ধরে বেঙ্গালুরুতে খেলেছেন সিরাজ। এবার পেলেন নতুন দল।

ইংলিশ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর দাম উঠেছে ৮ কোটি ৭৫ লাখ রূপি।

রাহুলের দাম খুব বেশি উঠল না। তাঁকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র ১৪ কোটি রূপিতে। রাহুলতে পেতে ১৩ কোটি ৭৫ লাখ পর্যন্ত উঠেছিল চেন্নাই।

ইংলিশ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর দাম উঠেছে ৮ কোটি ৭৫ লাখ রূপি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.