গত বছরও যেই দলটি ছিল তলানিতে, চলতি বছর সেই দলটি সবার শীর্ষে থেকে জিতেছে সাপোর্টার্স শিল্ড। মাঠে কাজটা মেসি-সুয়ারেজরা করলেও তাতে দারুণ ভূমিকা ছিল কোচ জেরার্দো তাতা মার্তিনোর। তবে নতুন বছরের তাকে আর দেখা যাবে না ইন্টার মায়ামির ডাগআউটে। ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকুরী ছেড়েছেন এই আর্জেন্টাইন কোচ।
মঙ্গলবার আন্তর্জাতিক সব সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করেছে মার্তিনোর পদত্যাগের খবর। যদিও এ বিষয়ের আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মায়ামি। জানা গেছে আগামী শুক্রবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে ক্লাবটি। সেখানে কথা বলতে পারেন কোচ ও ক্লাব কর্মকর্তারা।
মার্তিনোর অধীনে গত মৌসুমেই প্রথমবারের মতো কোনো শিরোপার মুখ দেখে মায়ামি। লিগস কাপ জিতে নেয় তারা। এবার তো রেকর্ড গড়ে জিতে নেয় সাপোর্টার্স শিল্ড। ৭৪ পয়েন্ট তুলে নেই দলটি, যা মেজর লিগ সকারের ইতিহাসেই সর্বোচ্চ। তবে এমএলএস কাপে প্লে অফের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে দলটি।
মেক্সিকো জাতীয় দলে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত বছরের জুনে মায়ামির প্রধান কোচ হিসেবে যোগ দেন মার্তিনো। তবে ক্লাবকে দুটি শিরোপা জিতিয়েই ইতি টানছেন তিনি। এর আগে ২০১৮ সালে আটলান্টা ইউনাইটেডকে এমএলএস কাপের শিরোপা জিতিয়েও চুক্তি নবায়ন করেননি এই আর্জেন্টাইন। সেবারও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেন তিনি।