চালু হচ্ছে ঢাকা-পাকিস্তান সরাসরি ফ্লাইট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক। সেই সম্পর্কের জেরে এবার সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যেকোনো সময় চালু হবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

সৈয়দ আহমদ মারুফ বলেন, চলতি বছরই শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল। তবে আগে বাংলাদেশি এয়ারলাইন্স ফ্লাইট চালু করলো নাকি পাকিস্তান এয়ারলাইন্স চালু করলো, সেটি কোনো বিষয় না। আমরা দুইদেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাই।

সভায় ফ্লাইটের পাশাপাশি ভিসা জটিলতার প্রসঙ্গও উঠে আসে। এসব সমাধান হলে বাংলাদেশের কৃষি, পর্যটন, টেক্সটাইল ও সিরামিকসহ বিভিন্ন খাতে পাকস্তানি বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন বক্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.