ব্যাপক আলোচিত যুক্তরাষ্ট্রের ৯/১১ এর হামলার দৃশ্যের সঙ্গে সামাঞ্জস্য রেখে বিজ্ঞাপন তৈরির অভিযোগে এবার তদন্তের মুখে পড়েছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ। এই তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই। পাইলটদের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দীর্ঘদিন ধরে ইসলামাবাদ-প্যারিস রুটে বিমান চলাচল বন্ধ ছিল।
তবে সম্প্রতি ওই রুটে পুনরায় বিমান চলাচল স্বাভাবিক করতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। গত সপ্তাহে এ বিষয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করে তারা। এখন এ বিজ্ঞাপনই যেন বাধা হয়ে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, আইফেল টাওয়ারের ছবি দেওয়া ‘প্যারিস উই আর কামিং’ ক্যাপশনে তারা যে বিজ্ঞাপন পোস্ট করেছে, সেটি দেখতে ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার দৃশ্যের মতো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। চাপে পড়ে তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পররাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, কীভাবে এধরনের একটি বিজ্ঞাপন অনুমোদন পেল, সেবিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিজ্ঞাপনটিকে ‘বোকামি’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।
বিজ্ঞাপনটি কে তৈরি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ওমর কোরাইশি নামের সাবেক এক রাজনীতিবিদ তার এক্সের পোস্টে লিখেছেন, ওমন বিজ্ঞাপন নির্মাণে তিনি একদম ‘বাকরুদ্ধ’।
বিমান সংস্থাটি কি এ বিষয়টি খতিয়ে দেখেনি সে বিষয়েও প্রশ্ন তুলেছেন সাবেক ওই রাজনীতিবিদ। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি বিমান সংস্থাটি। যদিও যুক্তরাষ্ট্রের ৯/১১ এর ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। তবে মার্কিন সৈন্যদের দাবি ওই ঘটনার মূল অভিযুক্ত ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানে হত্যা করা হয়েছে।