ফ্লাইটে হুমকি, এখন পর্যন্ত মেলেনি বোমার মতো কিছু

ঢাকা: ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্লেনটির ভেতর প্রবেশ করে তল্লাশি চালাচ্ছে বোমা ডিসপোজাল ইউনিট।

তবে এখন পর্যন্ত বোমা বা বোমা সদৃশ কোনো বস্তুর সন্ধান মেলেনি।  

বুধবার (২২ জানুয়ারি) ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।

দুপুর দেড়টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছিল। ফ্লাইটে থাকা যাত্রীদের তল্লাশি কার্যক্রম শেষ হয়েছে। তারা নিরাপদে নিয়ম অনুযায়ী বিমানবন্দর (ইমিগ্রেশন) ত্যাগ করছেন। তবে প্লেনটির ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে বোমা ডিসপোজাল ইউনিট।

একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.