ট্রেলারে উকিল হয়ে অক্ষয়ের বাজিমাত (ভিডিও)

akshay-kumar20161224143309বলিউড তারকা আরশাদ ওয়ারসি অভিনীত ‘জলি এলএলবি’ ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর পরিচালক সুভাশিষ রায় নির্মাণ করেছেন ছবিটির সিক্যুয়াল ‘জলি এলএলবি-২’। ছবিটিতে নায়কের ভূমিকায় আছেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর ট্রেলারেই বেশ চমকপ্রদ একটা সিক্যুয়ালের জানান দিলেন নায়ক অক্ষয়। দেশের বিচার ব্যবস্থা নিয়ে সুক্ষ ব্যাঙ্গাত্মক গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ‘জলি এলএলবি-২’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার চরিত্রটি একজন আইনজীবীর, যিনি নিজের পেশার সম্পর্কে খুবই অনভিজ্ঞ।

সকলেই আশা করছেন জলি এলএলবির মতো দর্শকদের হৃদয় কাড়তে সক্ষম হবে জলি ‘এলএলবি-২’।

ছবিটতে অক্ষয়ের নায়িকার চরিত্রে দেখা মিলবে হুমা কোরেশির। নতুন বছরের ফেব্রুয়ারির ১০ তারিখে রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে ছবিটি।

https://youtu.be/kvjxoBG5euo

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.