মাস্টারকার্ড ও মালয়েশিয়া এয়ারলাইন্স এর আকর্ষণীয় সুযোগ

Event picঢাকা, বাংলাদেশ, ১৫ই এপ্রিল ২০১৫- সম্প্রতি মাস্টারকার্ড ও মালয়েশিয়া এয়ারলাইন্স যৌথভাবে মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকেট কেনার ক্ষেত্রে বিশেষ ছাড়।

এই পার্টনারশীপের অংশ হিসেবে মাস্টারকার্ডের সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ ১৪টি আকর্ষণীয় গন্তব্যস্থলের মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকেট কেনার ক্ষেত্রে বিজসেন ক্লাসে সর্বোচ্চ ৩৭% ও ইকনমি ক্লাসে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় পাবেন। কুয়ালালামপুর, লঙ্কাউই, পেনাং, দানপাসার, ব্যাংকক, ফুকেট, ক্রাবি, সিঙ্গাপুর, টোকিও, সিউল, জাকার্তা, ম্যানিলা, সিডনি ও মেলবোর্নের টিকেটে পাওয়া যাবে বিশেষ এই ছাড়। কাস্টমাররা আরো পাবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক ইন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে ইমিগ্রেশন ও অতিরিক্ত মালামাল বহনের সুযোগ।

এই আকর্ষণীয় সুযোগ মালয়েশিয়া এয়ারলাইন্স এর ঢাকা অফিস এবং সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিসমূহ- ঢাকার লেক্সাস ট্যুরস এন্ড ট্রাভেলস, গোল্ড এয়ার এন্টারপ্রাইজেস লিমিডেট, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন, হরাইজন এক্সপ্রেস লিমিটেড, ভিক্টোরি ট্রাভেলস লিমিটেড, ডিসকভারি ট্যুরস এন্ড লজিস্টিক্স ও গ্যালাক্সি হলিডেস লিমিটেড, ডাইনামিক ট্রাভেলস এবং চট্টগ্রামের আল সিরাজ ট্রাভেলস এ পাওয়া যাবে। ১৫ই এপ্রিল ২০১৫ থেকে ১৫ই জুলাই ২০১৫ পর্যন্ত সময়ের মধ্যে টিকেট কেনা এবং ৩১শে জুলাই ২০১৫ পর্যন্ত ভ্রমনের ক্ষেত্রে এসব ছাড় দেয়া হবে।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়া এয়ারলাইন্স এর বাংলাদেশ, নেপাল ও ভূটান শাখার ব্যবস্থাপক ওয়েন মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশে মাস্টারকার্ড এর সব ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্যই মালয়েশিয়া এয়ারলাইন্স এর টিকেট কেনার ক্ষেত্রে আমরা ব্যাপক ছাড়ের সুযোগ দিচ্ছি। আশা করি, ভ্রমনপিপাসুদের জন্য এটি অনেক বেশি সাশ্রয়ী ও লাভজনক হবে’।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, ‘মালয়েশিয়া এয়ারলাইন্স এর সাথে এই অংশিদারিত্বে আমরা খুবই আনন্দিত। সেই সাথে মাস্টারকার্ডের কার্ড হোল্ডারদের জন্য এই বিশেষ ছাড়ের সুযোগ দিতে পেরেও আমরা আনন্দিত। মাস্টারকার্ড উত্তম ভ্রমণ অভিজ্ঞতা দিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের এই পদক্ষেপ বাংলাদেশে আরো নিরাপদ ও সাশ্রয়ী ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেমকে আরো উৎসাহিত করবে।’

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন বিন্তি ওথমান। আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি জনাব আহমাদ ফিকরি জাকিয়ান, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আজাহার হামিদ, মালয়েশিয়া এয়ারলাইন্স এর বাংলাদেশ, নেপাল ও ভুটান এর ব্যবস্থাপক ওয়েন মোহাম্মদ ইব্রাহিম, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মাদ কামাল ও মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট জনাব গীতাঙ্ক দত্ত।

মাস্টারকার্ড সম্পর্কে
মাস্টারকার্ড (NYSE: এমএ),www.mastercard.com, , হচ্ছে একটি প্রযুক্তিভিত্তিক একটি বৈশ্বিক কোম্পানি, যেটি গ্রাহকদের পেমেন্ট সেবা প্রদান করে। আমরা বিশ্বের সবচেয়ে দ্রুততম পেমেন্ট প্রসেসিং বা আর্থিক পরিশোধের নেটওয়ার্ক পরিচালনা করি এবং এই ব্যবস্থায় ভোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সরকারগুলোর মধ্যে সংযোগ ঘটিয়ে থাকি। বর্তমানে বিশ্বের ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে আমাদের এই ব্যবসায়িক কর্মকান্ড বিস্তৃত রয়েছে। মাস্টারকার্ডের পণ্য ও সমাধানসমূহ দক্ষতার সঙ্গেই সবার জন্য কেনাকাটা, ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, ভ্রমণ প্রভৃতি দৈনন্দিন বাণিজ্যিক কর্মকান্ড সহজ ও নিরাপদ করে তুলেছে। টুইটারে এই ঠিকানায় Twitter @MasterCardNews আমাদের অনুসরণ করুন, এই ব্লগে (Cashless Conversations Blog) যোগ দিয়ে আলোচনা অংশ নিন এবং সর্বশেষ খবরের জন্য সাবস্ক্রাইব করুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.