ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৫২টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
১৫ ডিসেম্বর, শনিবার সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের আসনের নিচ থেকে এই স্বর্ণ জব্দ করা হয় বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে।
কাস্টমসের সহকারী কমিশনার (ইনটেলিজেন্স) আহমেদুর রেজা চৌধুরী জানান, সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচ থেকে ছয় কেজি ৩২ গ্রাম ওজনের ৫২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.