এভিয়েশন নিউজ: সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ১০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আউট সোর্সিং পদ্ধতিতে এসব পাসপোর্ট দেয়া হবে।
গতকাল সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। কমিটির বৈঠকে শিকলবাহায় ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ডুয়েল ফুয়েল) বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপত্র অনুমোদনসহ ১৪টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আউট সোর্সিং পদ্ধতিতে আবেদনকারীর দোরগোড়ায় এমআরপি পৌঁছে দেয়ার জন্য পাসপোর্ট ফি’র অতিরিক্ত ১৩ মার্কিন ডলার সার্ভিস চার্জ হিসাবে নেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মালয়েশিয়ান প্রতিষ্ঠান আইরিশ কর্পোরেশন ১০ লাখ এমআরপি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পৌঁছে দেবে বলে জানান অর্থমন্ত্রী।
শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের দরপত্রের অনুমোদন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, লারসেল অ্যান্ড টারবো লিমিটেড ইন্ডিয়াকে এ কাজ দেয়া হয়েছে। এক হাজার ৭০৭ কোটি টাকা ব্যয়ে এ পাওয়ার প্লান্ট ১৮ মাসে নির্মাণ করা হবে। দরপ্রস্তাব অনুমোদনে বেশি সময়ের প্রয়োজন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ প্রকল্পে চারটি দাতা সংস্থা রয়েছে। আলাদা আলাদাভাবে এ প্রস্তাব অনুমোদন করতে হয়েছে।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে ও অন্যান্য স্থাপনা তৈরির দরপ্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কোরিয়ার ইউসিন ইঞ্জিনিয়ারিং এ কাজ পেয়েছে। ৩৮ কোটি টাকা ব্যয়ে ৩৬ মাসে এ কাজ করবে।
এছাড়া সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের নদী ড্রেজিংয়ের জন্য ড্রেজার ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্পের আওতায় ২৫৭ কোটি টাকা ব্যয়ে ক্রয়প্রস্তাব, টিচার্স এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্সি শীর্ষক পরামর্শক নিয়োগের ক্রয়প্রস্তাব, ১৪টি পেট্রোলিয়াম স্টোরেজ ট্যাংক নির্মাণে কার্যাদেশ প্রদানের অনুমোদন দেয়া হয়।
বৈঠকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার অটোমেশনে সফটওয়্যার ক্রয়ে রাজস্ব বোর্ডের দরপত্র প্রস্তাবটি উত্থাপিত হয় নি। এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভ্যাট ব্যবস্থাপনার অটোমেশনে সফটওয়্যার ক্রয়ে রাজস্ব বোর্ডের দরপত্র প্রস্তাবটি উইথড্র করা হয়েছে। পুনরায় পরীক্ষা-নিরীক্ষার পর এটা উপস্থাপন করতে বলা হয়েছে। প্রসঙ্গত, এই সফটওয়্যারটি ক্রয়ে অনিয়মের অভিযোগ হয়েছে বলে সমপ্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।