ঢাকা: উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ব্যালাস্টিক মিসাইল উৎক্ষেপণকে খুবই উদ্বেগজনক উল্লেখ করে এর কঠোর জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দক্ষিণ কোরিয়া।
গত শনিবার (০৯ মে) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক খবরে জানায়, উত্তর কোরিয়া উপকূলীয় এলাকা থেকে এন্টি-শিপ ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন নিজে এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বলেও জানানো হয় ওই খবরে।
এরই প্রেক্ষিতে সোমবার (১১ মে) বিষয়টিকে নিজেদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে এর কঠোর জবাব দেওয়ার প্রত্যয় ব্যাক্ত করে পিয়ংইয়ং।
নিরাপত্তা ইস্যুতে এক জরুরি বৈঠকে এদিন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যান মিন-কু বলেন, উত্তর কোরিয়ার এ ধরণের কাজের কঠোর জবাব দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের সেনাসদস্যরা দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতিদিনের জীবন সহজ রাখতে যা করা দরকার, তাই করবে।