বিমানে শিশুর জন্ম

imagesবিমানে সন্তান জন্মদানের ঘটনা আবারো ঘটলো। এবার কানাডিয়ান এক নারী জাপানগামী একটি বিমানে ফুটফুটে শিশুর জম্ম দিয়েছেন। নবজাতক শিশুর বাবা এ ঘটনাকে ‘খুবই অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেন। সোমবার এয়ার কানাডার এক মুখপাত্র একথা জানান। ২৩ বছর বয়সী ওই নারী একজন চিকিত্সকের সাহায্যে মধ্য আকাশে কন্যাশিশুর জম্ম দেন। ক্রুরা সন্তান জন্মদানের জন্যে যাত্রীদের সাহায্য চাওয়ার পর একজন চিকিত্সক যাত্রী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। এদিকে নাম প্রকাশ না করা শিশুটির বাবা জাপানের টেলিভিশনকে বলেন, ‘আমি এটা কল্পনাও করতে পারিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই ঘটনাটি ঘটে।’

এয়ার কানাডার বিমানটি ক্যালগেরি থেকে রওনা হয়ে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই নারিতা বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর হুইলচেয়ারে মা পাশে শিশুকোলে বাবাকে নেমে আসতে দেখা গেছে। মা ও শিশুকে হাসপাতালে নেয়া হয়। উভয়ে সুস্থ বলে জানান এয়ার কানাডার একজন মুখপাত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.