রাজধানীতে সাত দিনব্যাপী বাংলাদেশ থাই ফেস্টিভ্যাল ২০১৫ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত গুলশানের আরএম সেন্টারে এই মেলায় উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ মেলার মাধ্যমে থাইল্যান্ডের তৈরি বিভিন্ন পণ্য বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে তুলবে।’
থাইল্যান্ড ও বাংলাদেশের রাত্রি ট্রেডিং যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধনকালে থাই দূতাবাস, রাত্রি ট্রেডিং ও রহিম আফরোজের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি বেচাকেনাও চলছে ধুমছে। মেলা উদ্বোধনের পরপরই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লেগেছে। এ মেলা ২১ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
রাত্রি ট্রেডিংয়ের থাইল্যান্ড কান্ট্রি ডিরেক্টর হারুন অর রশিদ বলেন, থাইপণ্যের মধ্যে রামভোটান, চেরি ম্যাংগো, থাই ম্যাংগো, ড্রাগন ফুডসহ অন্যান্য পণ্য মেলায় প্রদর্শনী হচ্ছে। রাজধানীর আগুরার সবগুলো সেন্টারে এক যুগে এ মেলা চলছে। খুচরা, পাইকারিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা মেলা থেকে পণ্য কিনতে পারবেন। সেই সঙ্গে থাইল্যান্ডের পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন।
তিনি বলেন, মেলায় ঢুকতে কোনো ধরনের টিকেট লাগবে না। সবার জন্য এ মেলা উম্মুক্ত। এ মেলার মাধ্যমে দুই দেশের মানুষ পণ্য সামগ্রী সম্পর্কে ধারণা নিতে পারবে।
আরও খবর