হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কসমেটিকসের মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা প্রায় এক কোটি টাকার ডায়রিয়ার ওষুধ ও ব্ল্যাক সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে কার্গো হাউসের গোডাউন থেকে এ চালান আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সাগুপ্তা মাহজাবীন জানান, গত ১৩ মে মালয়েশিয়া থেকে ‘বিজি০৮৭’ বিমানে করে একটি প্রতিষ্ঠান প্রায় কোটি টাকা মূল্যের ওই ওষুধ ও সিগারেট প্যাকেটগুলো নিয়ে এসে গোডাউনে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। শনাক্ত করা হয় আমদানিকারক ও সিঅ্যাডএফকে। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।