কড়া নাড়ছে ‘অচেনা হৃদয়’

achena-hridoy-ইমন ও প্রসূন আজাদ জুটির প্রথম চলচ্চিত্র ‘অচেনা হৃদয়’। তাদের সঙ্গে আছেন নতুন মুখ রুদ্র সুমন। ইমনের পাশাপাশি সুমনও থাকছেন নায়ক হিসেবে। ত্রিভূজ প্রেমের এই সিনেমা দেশজুড়ে মুক্তি পাচ্ছে আগামী ২২ মে, শুক্রবার। প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে ৩৫-৪০টি হলে মুক্তি পাচ্ছে এটি।

‘অচেনা হৃদয়’-এর মাধ্যমে বড়পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে এস আই খানের। তিনি জানান, রাজধানীর মধুমিতা, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, চম্পাকলি প্রভৃতি সিনেমা হলে দেখা যাবে ‘অচেনা হৃদয়’। ঢাকার বাইরের কিছু হলও চূড়ান্ত করা হয়েছে।

এদিকে প্রচার-প্রচারণায় নেমেছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ১৯ মে দুপুরে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’-এ সরাসরি উপস্থিত ছিলেন এস আই খান, প্রসূন আজাদ, রুদ্র সুমন ও টাইগার রবি। এরপর তারা যান রেডিও ‍এবিসি ৮৯.২ তে। সেখানেও একটি অনুষ্টানে অংশ নেয় ‘অচেনা হৃদয়’ টিম। বিকেলে এটিএন বাংলার একটি অনুষ্ঠানেও অংশ নেন তারা।

প্রধান নায়িকা হিসেবে প্রসূন আজাদের প্রথম চলচ্চিত্র ‘অচেনা হৃদয়’। তিনি জানান, এর সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভর করছে অনেক কিছু। এর আগে কাজী হায়াতের ‘সর্বনাশা ইয়াবা’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে রূপদান করেছিলেন তিনি।

প্রসূন আজাদ দ্য রিপোর্টকে বলেন, ‘প্রধান নায়িকা হিসেব আত্মপ্রকাশ করছি এটা বেশ সুখের খবর। সকল দর্শককে চলচ্চিত্রটি দেখার অনুরোধ রইল। আশা করছি সবাই মুগ্ধ হবেন চলচ্চিত্রটি দেখে।’

রুদ্র সুমন বলেন, ‘দর্শক আমাকে চেনেন মডেল হিসেবে। আশা করি সিনেমার নায়ক হিসেবেও তারা আমাকে সুন্দরভাবে গ্রহণ করবেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনেক পরিশ্রম আর ত্যাগ স্বীকার করেছি আমি।’

নির্মাতা এস আই খান জানান, জুনের তৃতীয় সপ্তাহে দেশের বাইরে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এই তালিকায় আছে অস্ট্রেলিয়া, আমেরিকা ও মালেশিয়া।

‘অচেনা হৃদয়’-এ গান থাকছে ৭টি। কথা লিখেছেন ওয়াহিদ বাবু ও পিণ্টু ঘোষ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন বেলাল খান, পিণ্টু ঘোষ। কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নাওমী, সুকন্যা, শামীম ও ইভা। এ ছাড়া একটি আইটেম গানও থাকছে। এর মাধ্যমে পর্দায় দেখা যাবে নবাগতা সাদিয়া আফরিনকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.