৩০ বছরের ছোট প্ৰেমিকায় মজেছেন জনি ডেপ

৩০ বছরের ছোট প্ৰেমিকায় মজেছেন জনি ডেপ।

বয়স ছুঁয়েছে ৫৫’র কোঠায়। কিন্তু শরীরের বয়স বাড়লেও জনি ডেপ মনের দিক থেকে যুবকই বলা চলে। ফলে প্রেমের অলিগলিতে তার আজও অবাধ যাতায়াত।

সম্প্রতি খবর রটেছে, বয়সে প্রায় ৩০-বছরের ছোট এক যুবতীর প্রেমে পড়েছেন তিনি। রাশিয়ান এই যুবতী পেশায় গো গো ডান্সার। আগামী আগস্টের মাঝেই নাকি বিয়ের পর্ব নাকি সেরে ফেলতে চান ‘পাইরেটস্ অব দ্যা ক্যারিবিয়ান’ তারকা।

বর্তমানে জনি ডেপ-এর লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই থাকেন সুন্দরী ও মোহময়ী পোলিনা গ্লেন। জনির সঙ্গে ছবির সেট থেকে শুরু করে বিদেশ সফর সর্বত্রই সঙ্গী তিনি।

সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা ২০ বছরের পোলিনা প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি একজন কোরিওগ্রাফারও। ২০১৭ সালে অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ হয় জনি ডেপের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.