রুক্ষ ত্বক উজ্জ্বল করুন

রুক্ষ ত্বক উজ্জ্বল করুন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকেরও বয়স বাড়তে থাকে। ছোটবেলায় যে কোমল ত্বকের যে সৌন্দর্য থাকে, তা ধীরে ধীরে রুক্ষ হতে থাকে। কিন্তু শিশুর মতো কোমল ত্বক ধরে রাখতে কে না চায়। ত্বক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রাসায়নিক, স্টেরয়েড মেশানো ক্রিম ব্যবহার করা যাবে না। নিয়মিত রূপচর্চায় একটু বেবি অয়েল রাখলেই কমবে অনেক সমস্যা। বেবি অয়েলে থাকে ভিটামিন ই ও এ। এছাড়াও মধু ও অ্যালোভেরাও এর প্রধান উপকরণ।

বেবি অয়েলের ভিটামিন এ ত্বক ভাল রাখতে সাহায্য করে। তাই আরো ভাল ফল পেতে প্রথমে ঝামা দিয়ে পা ভাল করে ঘষুন। তার পরে বেবি অয়েল হালকা গরম করে পায়ে মালিশ করুন।

বেবি অয়েলের চেয়ে ভাল মেকআপ রিমুভার আর কিছু নেই। বেবি অয়েল ব্যবহারে মেকআপ সহজেই ওঠে এবং ত্বকও নরম থাকে।

নখের কোনা থেকে অনেক সময়ে চামড়া উঠে যায়। নখের কোণা থেকে চামড়া উঠে যাওয়া খুবই যন্ত্রণাদায়ক। এ ক্ষেত্রেও নখের চার পাশে বেবি অয়েল লাগাতে পারেন। ব্যথা থেকে আরাম পাবেন।

বেবি অয়েল ত্বকে ময়েশ্চরাইজার হিসেবে কাজ করে। গোসলের পরে সারা গায়ে লাগাতে পারেন বেবি অয়েল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.