প্রথম দিনে জেদ্দায় পৌছালেন ২৬১৬ হজ্বযাত্রী
প্রথম দিনে জেদ্দায় পৌছেন ২৬১৬ হজ্বযাত্রী।
প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত চারটি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩টি মোট ৭টি ফ্লাইটে ২৬১৬ হজ্বযাত্রী জেদ্দায় পৌছেন। আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৮৩৪ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭৮২।
চলতি বছর হাজিদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১.১৫ মিনিটে জেদ্দা বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দার কনসাল জেনারেল এফ, এম, বোরহান উদ্দিন, হজ কাউন্সিলর মাকসুদুর রহমান, সৌদি হজ মন্ত্রনালয়ের ডিজি ইঞ্জিনিয়ার মারওয়ান সোলায়মানী ও দক্ষিন এশিয় মোয়াছাছা সংস্থার চেয়ারম্যান ড. ওয়াফাত ইসমাইল বদর।
প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীদের বাংলাদেশ ও সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষে ফুল, জায়নামাজ, আতর এবং খেজুর দিয়ে বরণ করে নেন রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, হজ কাউন্সিলর এবং কনস্যুলেট ও সৌদি হজ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ হজ মিশন এবং মোয়াল্লেমের লোকজনের সহায়তায় হজযাত্রীরা জেদ্দা বিমানবন্দর থেকে মক্কায় পৌঁছান।
চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট, প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর হওয়ার সিডিউল রয়েছে।
উল্লেখ্য, হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান ঢাকা থেকে জেদ্দা এবং ঢাকা থেকে মদিনায় বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১৮টি এবং মদিনা থেকে ঢাকা ১৫টি এবং চট্টগ্রাম থেকে ১৯টি, সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।