এভিয়েশন নিউজঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন রত অবস্থায় মারা গিয়েছেন মোঃ আব্দুর রউফ নামে বিমানের এক ক্যাজুয়াল ট্রাাফিক হেলপার।
জানা যায়,গতকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওভারটাইম ডিউটি করার পর দুপুরের খাবার খেয়ে দ্রুত দৌড়ে পুনরায় কর্মক্ষেত্রে ফিরে এসে কাজ করতে থাকেন। কাজ শুরু করার একটু পরেই তিনি মাথা ঘুরে পড়ে যান। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যে মৃত্যু হয় আব্দুর রউফের।
জানা যায়, বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ন ও পরিশ্রমের কাজ করে থাকেন বিমানের ক্যাজুয়াল হেলপাররা। এই পরিশ্রম সাধ্য কাজ করেও মাঝে মাঝে ঠিকমতো খাবারের সময় টুকুও পাননা তারা। নিজেদের রেগুলার ডিউটি শেষ করে তাদের মাঝে মাঝে ওভারটাইম ডিউটি করতে হয়। রেগুলার ডিউটি এবং ওভার টাইম ডিউটি এর মধ্যে তাদের খাবারের জন্য কোনো বিরতি দেওয়া হয়না। কেউ খাবারের জন্য একটু বিরতি নিলেই কেড়ে নেওয়া হয় তার পাস কার্ড। বিমানের হেল্পার ম্যানেজমেন্ট এর দায়িত্বে থাকা একজনের নাম মিজান জোয়ার্দার। অভিযোগ রয়েছে-কেউ বিরতিতে গিয়েছে, এমন খবর জানতে পারলে তিনি তাকে বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে থাকেন এবং ছিনিয়ে নেন তার পাস কার্ড। পাস কার্ড সহসা ফেরত না দেওয়ায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না ভুক্তভোগী হেল্পাররা।
এতে চরম বিপাকে পড়েন ভুক্তভোগী হেল্পাররা। জানা যায়, নিহত মোঃ আব্দুর রউফকে গত সপ্তাহে বকাবকি করেন মিজান জোয়ার্দার। গতকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওভারটাইম ডিউটি করেছিলেন আব্দুর রউফ। দুপুর ২টা থেকে ফের তার রেগুলার ডিউটি শুরু হয়। পাসকার্ড হারানোর ভয়ে দুপুরের খাবার খেয়ে তিনি দৌড়ে এসে পুনরায় কর্মে লেগে যান। কর্তব্যরত অবস্থায় দুপুর আড়াইটার দিকে মাথা ঘুরে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তিনি।
এ বিষয়ে জানতে ম্যানেজমেন্ট হেল্পার মিজান জোয়ার্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি এভিয়েশন নিউজকে বলেন, তার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা। ক্যাজুয়াল হেলপাররা অনুমতি নিয়ে খাবারের বিরতিতে যাওয়ার সুযোগ পান। তবে কাজের গতিশীলতা ধরে রাখতে একসাথে অনেককে বিরতিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়না।