আন্তর্জাতিক পর্যটন মেলা- ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক- দি বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত এবারের পর্যটন মেলাটির নামকরণ করা হয়েছে নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টাইটেল স্পন্সরশিপ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকতারা এ সময় উপস্থিত ছিলেন। আগামী ৭-৯ এপ্রিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬ অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ৭৫টির অধিক স্টল ও প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
আরও খবর