বার্ড হিট : শাহ আমানতে ইউএস বাংলার নিরাপদ অবতরণ

বার্ড হিট : শাহ আমানতে ইউএস বাংলার নিরাপদ অবতরণ।

ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি  ড্যাশ ৮ কিউ -৮০০ মডেলের উড়োজাহাজ    নগরীর শাহ আমানত বিমান বন্দরে সকাল আটটায়  অবতরণের সময়  ইঞ্জিনে পাখির আঘাতের শিকার হয়।

জাহাজটি কোন ঝুকিঁ ছাড়াই নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিমানটি ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেন, অবতরণের সময় একটি পাখি উড়োজাহাজের ইঞ্জিনে আঘাত করে। তবে কোনও সমস্যা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষের করণীয় বলতে পাখি তাড়ানোর ব্যবস্থা করা। কিন্তু কর্তৃপক্ষের পর্যাপ্ত লোকবলের অভাব রয়েছে ফলে বার্ড শ্যুটারের অভাবে পাখিগুলো নির্বিঘ্নে উড়ছে বিমান উঠানামার স্পর্শকাতর জায়গাগুলোতে।ঢাকায় লোকবল কম চট্টগ্রামে কোন বার্ড শ্যুটার নেই বললেই চলে।

ফলে দিন দিন বেড়ে গেছে বিমান অবতরণে ঝুকিঁ। শীত মৌসুমে পাখির আনাগোনা  বিমানবন্দর সংলগ্ন জলাশয় গুলোতে বেড়ে যায়।  উড্ডয়ন ও অবতরণের সময় কম উচ্চতায় নেমে আসার কারণে উড়োজাহাজে বার্ড স্ট্রাইক (পাখির সঙ্গে ধাক্কা) ঘটতে পারে। এ কারণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে।

১৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.