ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে হত্যার ‘দায় স্বীকার’ আইএসের

is_3কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া গ্রামের গড়ের পাড় এলাকায় হোসেন আলী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা ও ধর্মান্তরিত খৃষ্টানকে কুপিয়ে হত্যায় ইসলামিক ষ্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটটি সাইট ইন্টিলিজেন্স গ্রুপ। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে আইএসের দায় স্বীকারের বার্তা আসার খবর জানিয়ে বলা হয়, অন্যদের ‘শিক্ষা’ দেয়ার জন্য ধর্মান্তরিত হোসেন আলীকে হত্যা করা হয়েছে। পঞ্চগড়ের পুরোহিত হত্যার আগে গত বছর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে হামলা, ঢাকায় শিয়া সমাবেশে বোমা হামলায়ও আইএসের দায় স্বীকারের বার্তা দিয়েছিল সাইট গ্রুপ। এরআগে মঙ্গলবার হোসেন আলীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনার পর ককটেল ফাটিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। হোসেন আলী ১৯৯৯ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। স্থানীয় পাদ্রী (খ্রিস্টান ধর্মযাজক) রেভারেন্ড ফোরকান আল মসিহ জানান, হোসেন আলী তার সহকারী হিসেবে কাজ করছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.