স্বাধীনতা দিবসে খালি গলায় বাংলাদেশের গান

bangladesh_parjaton_corporation_968363502বিবিসি বাংলার প্রতি সপ্তাহের একটি জনপ্রিয় অনুষ্ঠান গানগল্প। যেখানে উপস্থাপক অচি অতন্দ্রিলা শিল্পীকে খালি গলায় একটি গান গেয়ে শোনাবার অনুরোধ করেন। অনুরোধের সাড়ায় গান ধরেন শিল্পী।

এবারের স্বাধীনতা দিবসেও তেমন আয়োজন করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের পাশে পর্যটন করপোরেশনের ‘জয় রেস্টুরেন্ট’ কমপ্লেক্সে। যেখানে সারাদিন এমন খালি গলায় বাংলাদেশের গান গাইতে পারবেন যেকেউ। এর আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন। সকাল ১১টা থেকে সারাদিন চলবে খালি গলায় গান।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হেড অব মার্কেটিং ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বাংলাদেশের গান গাইতে বাদ্যযন্ত্রের দরকার পড়ে না। মানুষ তার আবেগ ও ভালোবাসা থেকে গানের প্রতিটি শব্দ সুরের মাধুরি মিশিয়ে উচ্চারণ করে। পর্যটন করপোরেশন সেই আবেগ-ভালোবাসাকে সম্মান দিতেই মুক্তকণ্ঠে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই বাংলাদেশের গান গাওয়ার এই আয়োজন করছে।

যে কেউ গলা ছেড়ে গানের এই উৎসবে যোগ দিতে পারবেন। সারাদিন এ আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখবে জয় রেস্টুরেন্ট, বলেন পারভেজ আহমেদ চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশিরা সংস্কৃতিগতভাবে গান প্রিয়। দেশের আনাচে কানাচে বাউল, জারি-সারিসহ অসংখ্য সুর-সঙ্গীত আছে। তাই গানপাগল বাংলাদেশিদের জন্য এ আয়োজন বেশ আকর্ষণীয় হবে।

স্বাধীনতা দিবসের সারাদিন পর্যটন করপোরেশন খালি গলার মাধুরি ছড়িয়ে দিতে আমন্ত্রণ জানিয়েছে দেশপ্রেমিক সবাইকে।
আপনি নামি-দামি শিল্পী হোন বা স্মৃতিসৌধের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারিই হোন- ধরতে পারেন খালি গলায় গান। যে গান শুনবে বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.