বাণিজ্যিক সংস্থা বিমানের পরিচালনার মূল দায়িত্ব আগের মতোই বিমান বাহিনীর সাবেক এক প্রধানকেই দিয়েছে সরকার।
অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মো. ইনামুল বারীকে চেয়ারম্যান করে গঠিত নতুন পরিচালনা পর্ষদ সংস্থার জন্য ‘রাঙা প্রভাত’ নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন।
‘বিমানের সার্বিক উন্নয়ন এবং কর্মকাণ্ডে গতিশীলতা আনতে’ চলতি বছরের জন্য ১৩ সদস্যের এই পরিচালনা পর্যদ গঠন করা হয়েছে বলে মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
ইনামুল বারী বিমান চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা এয়ার মার্শাল জামাল উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। গত বছরের ৩০ ডিসেম্বর জামাল উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়।
অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে নতুন পরিচালনা পর্যদের সদস্য করা হয়েছে।
অবসরোত্তর ছুটি ভোগরত সচিব নজরুল ইসলাম খান, বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স অ্যান্ড ট্রেইনিং), সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানও এই পরিচালনা পর্যদে রয়েছেন।
এছাড়া পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল আলম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ইমার্জিং রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর-ই-খোদা আব্দুল মবিন এবং বিমানের সিইওকে পরিচালনা পর্যদের সদস্য করা হয়েছে।
বিমানমন্ত্রী রাশেদ খান মেননকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন বোর্ড বিমানের জন্য এক রাঙা প্রভাত নিয়ে আসবে।
“বিমান বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বিমান হবে বাংলাদেশের ‘মেঘদূত’।”