যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন ৭৩ যাত্রী কোয়ারেন্টিনে ৯ জন

কাল থেকে ৭ দিন লন্ডন ম্যানচেস্টার রুট বন্ধ

যুক্তরাজ্য থেকে ৭৩ জন যাত্রী ঢাকায় এসেছেন। তাদের মধ্যে ৯ জনকে কোয়ারেন্টিনের জন্য আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন থেকে আসা ফ্লাইটে আসেন ৬০ জন। অন্যদিকে ম্যানচেস্টার থেকে আসা ফ্লাইটে ছিলেন ১৩ জন।

জানা গেছে, সকাল ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে ৬০ জন যাত্রী আসেন। সাড়ে ১২টার দিকে আরেকটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে ম্যানচেস্টার থেকে আসেন ১৩ জন। বিমানবন্দরে এসব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৯ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ৯ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

করোনায় যাত্রী সংকটের কারণে আজ থেকেই লন্ডনে ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ দুটি রুটে আগামী সাত দিন সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সটি। এই দুটি রুটে বিমান প্রতি সপ্তাহে মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করতো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.