করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব খেলা বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব খেলাধুলা আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর থেকে নির্বাচিত এ সংসদ সদস্য বলেছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে।
করোনা মোকাবেলায় ইতিমধ্যে দেশের সব স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়ামে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে স্বাস্থ্য বিভাগকে অনুমতি দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগকে চাইলে এগুলো ব্যবহার করতে পারে।
ঢাকাসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ে মোট ৮০টি স্টেডিয়াম, উপজেলা পর্যায়ে ১২৫টি মিনি স্টেডিয়াম রয়েছে। এ ছাড়া দেশে ২২টি জিমনেসিয়াম, ৭টি ইনডোর স্টেডিয়াম এবং ৫টি মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে