যুক্তরাষ্ট্রের মিশিগানে বসছে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা। মিশিগানের ডেট্রয়েট শহরের প্রাণকেন্দ্র জেনারেল মোটরসের প্রধান কার্যালয়ে (রেনেসাঁ সেন্টার) আগামী ১৯ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আবিয়ার আন্তর্জাতিক কনভেনশন। আর এতে যোগ দেবেন ইউরোপ, অস্ট্রেলিয়াসহ, আমেরিকা ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শতাধিক বাংলাদেশি বংশোদ্ভুত প্রকৌশলী ও স্থপতিগণ।
বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের আমেরিকা ভিত্তিক জাতীয় সংগঠন আবিয়া (AABEA) এ কনভেনশনের আয়োজন করেছে। তিন দিনব্যাপী এ আয়োজনে বিশ্বসেরা সব প্রকৌশলী ও গবেষক বিজ্ঞানীদের অংশগ্রহণে থাকবে ট্যাকনিক্যাল সেমিনার, চাকরি মেলা। এছাড়া নৈশভোজে সঙ্গীত শিল্পী নচিকেতা, অনুপমা মুক্তি, নাট্য ব্যাক্তিত্ব রোজী সিদ্দিকী, সহিদুজ্জামান সেলিম, এবং নাট্য আভিনেত্রী ও স্থপতি অপি করিমসহ দুই বাংলার খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্মেলনে যোগদানে আগ্রহী প্রকৌশলীদের AABEA.ORG ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রার করতে অথবা কনভেনার ড. জাকিরুল হক (dulabari@aol.com), কো- কনভেনার মনির জামান (onirm@yahoo.com), কো- কনভেনার সাদেক রহমান সুমন (sadekrahman@yahoo.com), ফেরদৌস গাজী (fmghazi@yahoo.com) অথবা আবু আশরাফের (aburaf_007@yahoo.com) সঙ্গে ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।