কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধীতাকারীদেরকে উদ্ভট চিন্তার মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ঢাকার অদূরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের কোথাও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে গেলেই কিছু উদ্ভট চিন্তার মানুষ আন্দোলনে নামে। বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের বিরোধী একটি গোষ্ঠী উদ্ভট নানা কথা ছড়িয়ে এই ধরনের বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে আসছেন।
তিনি বলেন, বিশ্বের বড় বড় সব দেশেই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লা দিয়ে পানি বিশুদ্ধ করার ফিল্টার ব্যবহার করা হয়। তাহলে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করলে কয়লা কেন দূষণ করবে?’। পৃথিবীর সব দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। অথচ বাংলাদেশে উদ্ভট কথা বলা হচ্ছে। জানি না উদ্দেশ্য কী?