মৈত্রী এক্সপ্রেস থেকে দেড় কোটি টাকার ইন্ডিয়ান শাড়ি ও থ্রিপিস জব্দ

MOITRI20160410143101কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারত থেকে অবৈধভাবে আনা থ্রিপিস ও শাড়ি ভর্তি ৩৭টি লাগেজ জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ। রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশনে ওই লাগেজগুলো জব্দ করা হয়।

এক বার্তায় কাস্টমস হাউজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটির প্রস্তুতি নেয় তারা। তবে বনানীর স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেনের সহযোগিতায় পাচারকারীরা পালিয়ে যায়। স্টেশনের ভিডিও ফুটেজ চাইলে তিনি তা দেননি। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী এগুলো সরবরাহ করা যাবে না।

কাস্টমস হাউজ দাবি করে, পাচারটি আটকের পর অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান ফোনে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ফোনে দুর্ব্যবহার করে তাদের চ্যালেঞ্জ করেন।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.