প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট, বাংলাদেশ (সিএইচডি বিডি) এবং কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকান’র আয়োজনে শুরু হয়েছে ফ্রি কুইকবুকস, এক্সেল এবং ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা। গতকাল রোববার (১০ এপ্রিল) থেকে দশদিন ব্যাপি এ ধারাবাহিক কর্মশালা শুরু হয়।
কর্মশালায় আগ্রহী বাংলাদেশিদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে সংগঠনটি। কর্মশালায় অংশগ্রহণকারীরা যেমন তাদের নিজের দক্ষতা অর্জন করতে পারছেন তেমনি তারা জানতে পারছেন কোথায় কাজের সুযোগ রয়েছে। এছাড়া ক্যারিয়ার গঠনে কোন পথে এগিয়ে যেতে হবে।
ধারাবাহিক কর্মশালার প্রথম দিনের সূচনা বক্তব্য রাখেন, কর্মশালার মূল প্রশিক্ষক, সিএইচডি বিডি -এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনজুর চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসঙ্গের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকান এর প্রধান উপদেষ্টা ড. সিদ্দিকুর রহমান, কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকান এর উপদেষ্টা আবুল কাসেম, ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, শাহানারা রহমান এবং মিসেস মোমেন।