নৌবাহিনী প্রধানের ইন্দোনেশিয়া গমন

2016-04-11_6_373315নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ সোমবার ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
ইন্দোনেশিয়ার পেদাং-এ অনুষ্ঠিতব্য ‘১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম’, ‘২য় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ কমোডো’ এবং ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান ইন্দোনেশিয়া গেছেন।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর ফারুক হাসান নৌপ্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১১ থেকে ১৬ এপ্রিল ছয়দিনব্যাপী ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘২য় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ’ ও ‘ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’-এ বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২১টি সদস্য রাষ্ট্র, ৪টি পর্যবেক্ষক রাষ্ট্র ও ২টি আবেদনকারী পর্যবেক্ষক রাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, হেলিকপ্টার অংশগ্রহণ করছে।
এর অংশ হিসেবে নৌবাহিনী প্রধান ওই মহড়ায় যোগ দিয়েছেন। মহড়ায় অংশগ্রহণকারী দেশসমূহের নৌবাহিনীর সদস্যরা একটি সমন্বিত পরিকল্পনার আলোকে পোতাশ্রয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে এবং প্রস্তুতি শেষে মূল মহড়ায় যোগদান করবে। মহড়া শেষে জাহাজসমূহ বেসামরিক ব্যক্তিবর্গকে মেডিক্যাল সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডেও অংশগ্রহণ করবে।
এছাড়া আগামী ১৩ এপ্রিল নৌবাহিনী প্রধান বিভিন্ন দেশের নৌপ্রধান, পর্যবেক্ষক ও সমর বিশারদ ও উধ¡র্তন সামরিক প্রতিনিধিদের অংশগ্রহণে ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং মেরিটাইম প্রদর্শনীতে যোগ দেবেন। এই মহড়া এবং সিম্পোজিয়াম পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের নৌবাহিনীর মাঝে সেতু বন্ধন তৈরী করবে।
সফর শেষে নৌপ্রধান আগামী ১৪ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান মোট ২০৩ জন নৌসদস্য নিয়ে ইতিমধ্যে ওই মহড়া ও সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.