এভিয়েশন নিউজ: ভিসামুক্ত পৃথিবী চান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, আমরা চাই সবাই আমাদেরকে জানুক, আমরাও সবাইকে জানি। সবাই মিলে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে এগিয়ে যাক বিশ্ব। কিন্তু পশ্চিমারা আমাদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেবে না। এজন্য অন্তত দক্ষিণ এশিয়ায় ভিসামুক্ত প্রবেশ চাই আমরা।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় এক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘একটি ঢেঁকি প্রযোজনা’ প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-২০১৪ এর আয়োজন করে।
আন্তর্জাতিক এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দু’দিন ব্যাপী এ উৎসবে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এবারের উৎসবে অংশ নিয়েছে নেপাল, ইরান ও রাশিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিভিন্ন দেশের ভিসার জন্য সাংবাদিক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা আবেদন করেন। এতে ইমিগ্রেশন অফিসারসহ সংশ্লিষ্ট সবার চোখ বড় হয়ে যায়। মনে হয় যেন কোনো অপরাধীর আবেদন। আমরা চাই সবাই সবাইকে জানুক। এজন্য ভিসামুক্ত পৃথিবী বা অন্তত ভিসামুক্ত দক্ষিণ এশিয়া চাই।
তিনি বলেন, আমি আকাশ সংস্কৃতি নিয়ে ভয় পাই না। ’৬০ এর দশকে আমরা দেখেছি আমাদের নায়ক নায়িকারা (রাজ্জাক-কবরী-শবনম) বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দর্শক মাতিয়েছে। এখনো আমাদের ছেলে-মেয়েরা মেধাবী, যোগ্য ও দক্ষ। তারাও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে।
এ সময় তথ্যমন্ত্রী বাংলাদেশের বর্তমান ‘খলনায়ক’ জঙ্গিবাদ বলে উল্লেখ করেন। এ জঙ্গিবাদ বিষয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে মানুষের মাঝে সচেতনতা তৈরির আহ্বান জানান মন্ত্রী।
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-২০১৪ উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইরানের দূতাবাসের কালচারাল কাউন্সিলর আজগর খসরু আবাদী, নেপালের সুশীল কুমার লামসা, রাশিয়ার আলেকজেন্ডার স্মিথ সদস্য, উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব নিজামুদ্দিন, শিল্পকলার (চিত্রশালা) সাবেক পরিচালক শফি কামাল, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।
উদ্বোধন শেষে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ, নেপাল, ইরান ও রাশিয়ার বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। শনিবারও যথারীতি প্রদর্শনী চলবে।