বিদেশগামী প্রতি ১০০ টাকা পাবে বায়রা

2016_03_24_21_38_41_aO6KPjtuqs3MVMA1u5IJEHj5cwpg1T_originalপ্রতিজন বিদেশগামী প্রবাসী কর্মীর বিপরীতে ১০০ টাকা করে পাবে বেসরকারিভাবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সির (বায়রা)। এসব টাকা সংগঠনটির কল্যাণ তহবিলে জমা করা হবে। আর টাকা আদায় করা হবে রিক্রুটিং এজেন্সির কাছ থেকেই।

সোমবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে বায়রা মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতির এক দাবির প্রেক্ষিতে প্রবসী কল্যাণ ‍ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এই টাকা বায়রার কল্যাণ তহবিলে জমা করার ঘোষণা দেন।

বায়রা সভাপতি আবুল বাশার আবেদন জানিয়ে বলেন, আগে এভাবে টাকা নেয়া হতো কিছু কুচক্রী মহলের চক্রান্তের কারণে সেটা বন্ধ হয়ে যায়। তাই আগের মতো সেই নিয়ম চালু করলে আমরা মন্ত্রণালয়ের পাশাপাশি অভিবাসীদের উন্নয়নমূলক কাজে এবং জনকল্যাণ কাজে ব্যয় করতে পারবো।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ১০০ টাকা করে নেবেন এটা কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। এ টাকা তো আপনারা কল্যাণের কাজেই ব্যায় করবেন।

নিজেকে বায়রার সদস্য হিসেবে ঘোষণা করে তিনি বলেন, বায়রা ও পায়রা একটি পবিত্র সিম্বল। আমরা যেন এ সিম্বল ধরে রাখতে পারি। আজ থেকে আমিও বায়রার একজন সদস্য।

অনুষ্ঠানে বায়রা সভাপতি আবুল বাশার জানান, বিদেশগামীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ প্রায় শেষ। শিগগির এর উদ্বোধন করা হবে। এ প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে, যার মাধ্যমে রেমিট্যান্স ও রিজার্ভ বাড়বে।

অনুষ্ঠানে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের ১ম থেকে ৫ম শ্রেণি, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি উত্তীর্ণ বায়রার সদস্যের ৩৪৯ সন্তানকে পুরস্কার প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়েন অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ ও বায়রার মহাসচিব মনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.