শাহজালালে চুরির দায়ে সিএনএফ এজেন্টের কারাদণ্ড

AirportBG20160412012250ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ কার্গোর মালামাল অবৈধভাবে হস্তগত করার দায়ে কাস্টমস ক্লিয়ারেন্স অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের (সিএনএফ) এক এজেন্টকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ এপ্রিল) কার্গো ভিলেজ থেকে মোবাইল ও আরও কিছু সরঞ্জাম চুরির সময় তাকে হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সিএনএফ এজেন্টের নাম মইন উদ্দিন। তিনি কাস্টমস কর্তৃপক্ষের কর্মী না হলেও তাদের অনুমতি নিয়ে আমদানিকারকদের সঙ্গে লিঁয়াজোর কাজ করছিলেন। মইন উদ্দিনকে হাতেনাতে আটক করেন বাংলাদেশ বিমানের সিকিউরিটি সুপার ভাইজার বেনজীর আহম্মেদ।

বিষয়টি জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শরিফ মোহাম্মদ ফরহাদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.