বনানী থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ

BMW-b20160412125251রাজধানীর বনানী থেকে অবৈধভাবে আমদানিকৃত একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার বিকেলে বনানীর এফ ব্লকের ৩ নম্বর রোডের ১১২ নং বাড়ি থেকে বিএমডব্লিউ’র এক্স-ফাইভ সিরিজের এই গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুল্ক ফাঁকি দিয়ে কার্নেট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে গাড়িটি আমদানি করা হয়। কার্নেট সুবিধা নিয়ে শুধুমাত্র একজন টুরিস্ট নির্দিষ্ট সময়ে বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। তবে এই গাড়িটি নির্দিষ্ট সময়ে আমদানি করা হয়নি। এবং এর রেজিস্ট্রেশন নম্বরও ভুয়া।

গাড়ির মালিক জাহিদ হোসেন বৈশাখী টেলিভিশন ভবনের মালিক ও ঠিকাদারী ব্যবসা করেন। তিনি তিন বছর আগে সিলেটের জাগর আহমেদের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন বলে জানায় শুল্ক গোয়েন্দা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.