বাংলাদেশের ব্যাংকিং, ফাইন্যান্স এবং টেকসই উন্নয়নের আলোকে দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন ১৫ এপ্রিল (শুক্রবার) হার্ভার্ড ইউনিভার্সিটির রজভস্কি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ও গবেষকদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
দিনব্যাপী সেমিনার-সিম্পোজিয়ামে গবেষণামূলক বক্তব্য ও মতামত উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল ডেপুটি ডিরেক্টর এলবার্ট কে সেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বস্টন ইউনিভার্সিটির আইন ও নীতি বিষয়ক সেন্টারের পরিচালক ড. করনেলিয়াস কে হারলি, হার্ভার্ড ল’ স্কুলের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পাবলিক ইন্টারেস্ট এডভাইজার গিনী গ্রিম্যান, হার্ভার্ড বিজনেস স্কুলের ব্যবসা সম্পর্কিত অধ্যাপক ড. নিয়েন হী শি, কলম্বিয়া ইউনিভার্সিটির অর্থ এবং অর্থনীতির অধ্যাপক ড. এমিলি ব্রেজা, ব্রুকিঙ্গস ইন্সটিটিউটের সিনিয়র ফেলো ড. রোজারিয়ো স্টুডার্ট, ট্রাফট ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল লিডারশিপ গ্রোগ্রামের নিকলাস পি সুলিভান, এমআইটি ইনোভেমন ফর পভার্টি অ্যাকশনের এশিয়া এবং ল্যাটিন আমেরিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক ভবানী প্রতাপ ক্যাসিনা, বাংলাদেশের ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ, প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তবারক হোসেন চৌধুরী, বস্টন ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ওয়ার্কস্ট্রিমের সমন্বয়কারী ড. ডেইবি রডিমা-টেইলর, হার্ভার্ড ইক্সটেনশনের অধ্যাপক (অর্থনীতি) ড. জেনিফার ক্লিফোর্ড, সাসটেইনসার্ভের ম্যানেজিং পার্টনার ড. ম্যাথিউ গার্ডনার, বস্টন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ড. মিন ইয়ে, বস্টনের ইউনিভার্সিটি অব ম্যাসেচুসেটসের অধ্যাপক (অর্থনীতি) ড. নূরল আমান, সাফোক ইউনিভার্সিটির অধ্যাপক (অর্থনীতি) ড. আবু তারিক জালাল, ফ্র্যামিংহাম স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক (অর্থনীতি) ড. আব্দুল্লাহ শিবলী, বেন্টলী ইউনিভার্সিটির অধ্যাপক (অর্থনীতি) ড. জাহাঙ্গীর সুলতান, ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক (মার্কেটিং) ড. সান্দ্রা রহমান, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) শিবলী রুবায়েত উল ইসলাম, হার্ভার্ড কেনেডি স্কুলের রিসার্চ অ্যাসোসিয়েট রোবার্ট গ্রীন।
আয়োজক থিঙ্কট্যাংক ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’র নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ হচ্ছেন এ সম্মেলনের সমন্বয়কারী। ইকবাল ইউসুফ সোমবার জানান, ‘বিষয়ভিত্তিক সেমিনারসমূহে মূলত বাংলাদেশের এগিয়ে চলার ক্ষেত্রে উৎসাহ প্রদানের বিষয়াবলী প্রাধান্য পাবে। সমস্যা ও উত্তরণের উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হবে। অতি সম্প্রতি বাংলাদেশের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে নেয়ার মত উদ্বেগজনক অপরাধ প্রসঙ্গও স্থান পাবে এ সম্মেলনে। সাইবার ক্রাইম রোধ অথবা দমনে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত তাও আলোচিত হবে। এ সম্মেলনে বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএনডিপি, ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাংক, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ে গবেষকরাও অংশ নেবেন।’
উল্লেখ্য, বস্টনভিত্তিক এই অলাভজনক থিঙ্ক ট্যাঙ্কের উদ্যোগে ২০১১ সাল থেকে প্রতি বছরই বাংলদেশ তথা দক্ষিণ এশিয়ার সাথে যুক্তরাষ্ট্র তথা উন্নত বিশ্বের ব্যবসা-বাণিজ্য, তথ্য-প্রযুক্তি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন পরিক্রমা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হয়ে আসছে।
এবারের সম্মেলনেও শতাধিক শিক্ষাবিদ, গবেষক এবং সংশ্লিষ্ট সেক্টরে কর্মরতরা অংশ নেবেন। সকাল ৮টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইকবাল ইউসুফ আরো জানান, ‘এ বছরের আগস্টে বাংলাদেশের তৈরি পোশাক সম্পর্কিত সম্মেলন হবে হার্ভার্ডে এবং নভেম্বরে আইটি সম্পর্কিত আরেকটি সম্মেলন হবে এমআইটিতে। সেগুলোতেও বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি প্রাধান্য পাবে।’