আগামী বাজেট অসৎ ব্যবসায়ীদের মূর্তিমান আতঙ্ক হবে

Rahmat-1-bg20160413145647আগামী অর্থবছরের (২০১৬-১৭) জাতীয় বাজেট অসৎ ব্যবসায়ীদের জন্য মূর্তিমান আতঙ্ক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার (১৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের বাজেটে সৎ ব্যবসায়ীদের জন্য প্রণোদনা দেওয়া হবে। আর অসৎ ব্যবসায়ীদের জন্য এ বাজেট হবে মূর্তিমান আতঙ্ক। বাজেটে অসৎ ব্যবসায়ীদের সব সুযোগ বন্ধ করে দেওয়া হবে।

সভায় এনবিআর সদস্য পারভেজ ইকবাল, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, তন্দ্রা শিকদার, শাহরিয়ার মোল্লা, ইআরএফ’র সভাপতি সাইফ ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.