সবাইকে মেয়রের ভূমিকায় কাজ করার আহ্বান

Sayed_Khokon1460638725রাজধানী ঢাকাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে মেয়রের ভূমিকায় কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা পার্কে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক কনসার্টে তিনি এ আহ্বান জানান।

সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেছে। জনগণকে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা এ শহরটাকে পরিস্কার দেখতে চাই। কয়েক হাজার কর্মচারী নিয়ে দুই-তিন কোটি মানুষের শহরকে পরিস্কার করা দুজন মেয়রের পক্ষে কখনো সম্ভব নয়। তাই হাতে হাত মিলিয়ে প্রতিটি নাগরিককে একেকজন মেয়রের ভূমিকায় কাজ করতে হবে।

পয়লা বৈশাখ উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং সুশৃঙ্খলভাবে নববর্ষের আনন্দ উদযাপনের পরামর্শ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.