পহেলা বৈশাখকে সাদরে শুভেচ্ছা জানিয়েছেন এবং তা উদযাপন করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট । লাল সাদা শাড়ি, কপালে টিপ, মুখে একরাশ অমলিন হাসি নিয়ে মটির পাত্রে পান্তা-ইলিশ খাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালে দূতাবাসের ফেইসবুক পেইজে এ ছবিটি প্রকাশ করা হয়েছে।
ছবির সঙ্গে পোস্টে বলা হয়েছে, “শুভ নববর্ষ, বাংলাদেশ! A very happy Bengali New Year to all! Check out Ambassador Bernicat and Deputy Chief of Mission Meale enjoying some Bangla traditional Boishakhi food ”
সবার জন্য সুখী নতুন বছরের কামনা করা হয়েছে।
ছবিতে বার্নিকাটের সঙ্গে আছেন দূতাবাসের উপপ্রধান কর্মকর্তা মিল। দুজনেই বৈশাখী খাবার-দাবার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন।
ফেসবুকে দূতাবাসের ফলোয়ারদের নববর্ষের অভিজ্ঞতা জানানোরও আহ্বান জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সাথে শেয়ার করুন!’