মার্কিন রাষ্ট্রদূতের বৈশাখী শুভেচ্ছা

1917827_10153787089589807_2222283166624030421_nপহেলা বৈশাখকে সাদরে শুভেচ্ছা জানিয়েছেন এবং তা উদযাপন করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট । লাল সাদা শাড়ি, কপালে টিপ, মুখে একরাশ অমলিন হাসি নিয়ে মটির পাত্রে পান্তা-ইলিশ খাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালে দূতাবাসের ফেইসবুক পেইজে এ ছবিটি প্রকাশ করা হয়েছে।

ছবির সঙ্গে পোস্টে বলা হয়েছে, “শুভ নববর্ষ, বাংলাদেশ! A very happy Bengali New Year to all! Check out Ambassador Bernicat and Deputy Chief of Mission Meale enjoying some Bangla traditional Boishakhi food ”

সবার জন্য সুখী নতুন বছরের কামনা করা হয়েছে।
ছবিতে বার্নিকাটের সঙ্গে আছেন দূতাবাসের উপপ্রধান কর্মকর্তা মিল। দুজনেই বৈশাখী খাবার-দাবার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন।

ফেসবুকে দূতাবাসের ফলোয়ারদের নববর্ষের অভিজ্ঞতা জানানোরও আহ্বান জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সাথে শেয়ার করুন!’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.