আগামী ১৭ এপ্রিল (রোববার) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর পর্যটন মোটেলে সংবাদ সম্মেলন করেছেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়া জান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, খাইরুল হাসান (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মইনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান প্রমুখ। এসময় স্থানীয় সাংবাদিকরাও বক্তব্য রাখেন।
বক্তব্যে বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ বলেন, মেহেরপুরের মুজিবনগর, আমঝুপির নিলকুঠি, চুয়াডাঙ্গার আটকবর, কুষ্টিয়ার লালনের ছেউরিয়া, শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, চুয়াডাঙ্গার কার্পাস ডাঙ্গার নজরুলের আটচালা ঘরকে ঘিরে একটি প্যাকেজ পর্যটন এলাকা ঘোষণার প্রক্রিয়া চলছে।
এর আগে বিকেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর আম্রকাননে কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠিত হয়ছে। খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সালাম মহড়ায় সালাম গ্রহণ করেন।
মহড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, আনছার, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেহেরপুর সরকারি শিশু পরিবার, মুজিবনগর সরকারি শিশু পরিবার ও মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় দল এতে অংশগ্রহণ করে।
এদিকে একই সময়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সালাম মুজিবনগর দিবস প্রস্তুতির বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার হামিদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন স্তুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।