সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাঁকজমকপূর্ণ পয়লা বৈশাখ পালন করেছে প্রবাসী বাংলাদেশিরাসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাঁকজমকপূর্ণ পয়লা বৈশাখ পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার বাংলাদেশ দূতাবাসে এ উপলক্ষে একটি পিঠা ও সাংস্কৃতিক উৎসবও পালিত হয়েছে। অনুষ্ঠানে দুই হাজার বাংলাদেশি উপস্থিত ছিলেন।
দুবাই কনস্যুলেট জেনারেল এস বদিরুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সঞ্চালনা করেন মুনিরা আযম। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাণিজ্যিক কাউন্সিলর রফিক আহমেদ, রেহানা রহমান, শম্পা, ইয়াসমিন, কালাম, সামিদা চৌধুরী, অনিন্দিতা খান, জেরিন তামান্না, মাসুম ও লালন আযাদ। কনসাল জেনারেল নিজেও গান গেয়ে শোনান। অনুষ্ঠানে আফগানিস্তানে কনসাল জেনারেল আবুল হামিদ আফগান এবং ফিলিপাইনের কনসালে জেনারেল পল রেমন্ড কর্টেসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল পিঠা প্রতিযোগিতা ও সেরা যুগল প্রতিযোগিতায় বিজয়ী প্রার্থীদের মধ্যে পুরস্কার দেন। পিঠা প্রতিযোগিতায় প্রথম হন লোপা, দ্বিতীয় লিটা ও তৃতীয় সুরাইয়া। সমাপনী পর্বে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির মূল সমন্বয়কারী প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এবং কাউন্সেলর শাহ মোহাম্মদ তানভীর মনসুর।