নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে : খালেদা জিয়া

kkkkk_99388_101136_123792_124184_124186আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠূ নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন আওমীলীগকে ক্ষমতা থেকে বিদায় নিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করি। নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি অটল থাকবে।

শনিবার রাতে গুলশানে চেয়ারপাসনের নিজ কার্যালয়ে ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি, সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জহিরুল ইসলাম বাবু ও সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার কনিষ্ঠ কন্যা ন্যান্সি রহমানের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আমাদের দাবি ছোট্র। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা দেখেছেন জনগণ ভোট দিতে পারেনি। তাই প্রমান হয়েছে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত প্রতিষ্ঠা হউক, এটাই আমাদের দাবি। এই দাবিতে আমরা অটল থাকবো।

সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারে নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ অন্যায়ভাবে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। ৫দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কারণ তার লেখা পড়ে সরকারের জ্বালা হতো। এভাবে প্রগতিশীলদের স্তব্ধ করে দিতে চায় সরকার। একইভাবে সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আমি অবিলম্বে শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান মান্না ও গাজীপুর সিটি মেয়র আব্দুল মান্নানসহ গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি।’

যোগদানকারী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতা আমাদের কাছে বড় নয়, আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। তাই এই কঠিন ও দু:সময়ে বিএনপিতে যোগদান করায় আপনাদের স্বাগত জানাচ্ছি।’

এর আগে স্বাগত বক্তব্য দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদ্য বিএনপিতে যোগ দেওয়া নেতা আতাউর রহমান ঢালী, জহুরুল ইসলাম বাবু ও ন্যান্সি রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.