পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ শেষ

2016_02_20_17_14_30_d9o2XkAy99ScGhf6SfmYTnyEKvpOwz_originalসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ।’

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘যথাসময়ে কাজ শেষ করার লক্ষ্যে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। আগামী মে মাস থেকে কাজের গতি আরও বাড়বে।’

তিনি বলেন, ‘মূল সেতুর নয়টি পাইল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মওসুমেও কাজের গতি সমানভাবে এগিয়ে যাবে।’

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর বিষয়ে যাতে বেশি কথা না হয়, সেজন্য প্রতি দুই মাস অন্তর অন্তর কাজের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকের জানানো হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুর হক ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.