যথাযোগ্য মর্যাদায় সৌদিআরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাস গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে।
প্রধান কাউন্সিলর মো. মনিরুল ইসলামের পরিচালনায় শুরুতে স্থানীয় সময় বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে মুজিবনগর দিবস ও এর তাৎপর্যের উপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন রিয়াদে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা।