ঢাকা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এম এ গনি

denmark-Goni20160419050940সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি ঢাকা বিমানবন্দরে অগণিত কর্মী ও ভক্তদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন। সোমবার (১৮ এপ্রিল) এক সংক্ষিপ্ত রাজনৈতিক সফরে তিনি দেশে আসেন।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়তে হবে। এই জন্য আমাদের প্রবীন, নবীন ,তরুণ সবার সমন্বয়ে মেধা ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠা করে শেখ হাসিনার নির্দেশ পালনে সদা প্রস্তুত থাকতে হবে।

বিমানবন্দরে এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন, সুইডেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল, স্পেন আওয়ামী লীগের নেতাও প্রজন্ম ৭১ এর সভাপতি রিজভী আলম, বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা ও কর্মীবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৫ মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.