মালয়েশিয়ান এয়ারলাইন্স প্রধানের পদত্যাগ

Malaysia20160420074812 (1)মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ক্রিস্টোফ মুলার পদত্যাগ করেছেন। টানা এক বছর ধরে লাভের মুখ দেখতে পায়নি প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের লোকসানের মুখে বাধ্য হয়েই পদত্যাগ করলেন ক্রিস্টোফ। খবর বিবিসির।

২০১৪ সালে বড় ধরনের দুটি বিমান দুর্ঘটনার পর থেকেই বিমান সংস্থাটির লোকসান শুরু হয়। অনেক চেষ্টা করেও এ থেকে বেরিয়ে আসতে পারে নি প্রতিষ্ঠানটি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে হারিয়ে যায় ফ্লাইট এমএইচ-৩৭০ নামের একটি যাত্রীবাহী বিমান। ওই বিমানটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। অপরদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয় এমএইচ-১৭ বিমানটি।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ক্রিস্টোফ। তিনি সেখানে প্রতিষ্ঠানের কোনো প্রভাবের কথা উল্লেখ করেন নি। পরিবেশ বদল করতে চান বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.