রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমা

Bank1461157646নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরির বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় সচিবালয়ে কমিটির প্রধান সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. ফরাসউদ্দিন অন্তবর্তীকালীন প্রতিবেদনটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে তুলে দেন। এ সময় তদন্ত কমিটির সদস্য ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দুপরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছিলেন সন্ধ্যায় কমিটি প্রতিবেদন জমা দিতে পারে।

প্রসঙ্গত, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরির ঘটনায় সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.