পাসপোর্ট অফিসের ২৪ দালালকে জেল-জরিমানা

Passport-Office-Agargaon-Dhakaরাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ২৪ সদস্যকে জেল-জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন জেল-জরিমানার এ আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন জানান, দ্রুত সময়ে পাসপোর্ট দেওয়া, ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আগারগাঁওয়ের পাসপোর্ট কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এদের মধ্যে চার নারী সদস্য রয়েছেন। পাঁচজনকে ২৯ হাজার টাকা জরিমানাসহ ছয়জনকে ছয় মাস, তিনজনকে তিন মাস, আটজনকে এক মাস, দু’জনকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এরা হলেন দারোগ আলী (৪০), শেখ আকরামুজ্জামান (৫৯), আব্দুর রহিম (২২), হাবিবুল্লা মুন্সি (২৫), কামাল হোসেন (৩৭), আবুল বাশার (৪৫), শামীম পাপ্পু (৪২), বেনজির আহমেদ(৪৬), সজল শেখ(৩২), হারুন (৫০), খোকন (৩৩), দীন ইসলাম (২৬), নাছির হোসেন (২৪), আলাউদ্দিন (২০), আনোয়ার হোসেন (৪৮), হোসাইন মোল্লা(১৯), মানিক (৩৮), সুফিয়া(৩৭), দিপালী (৩৮), মুর্সিদা (৩০), দুলেনা (৩২), সুজন (১৮), মহসিন (২৭) ও অহেদ (৩৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসব দালাল চক্রের সঙ্গে পাসর্পোট অফিসের চার কর্মকর্তার জড়িত থাকার তথ্যও রয়েছে আমাদের কাছে। তবে এ বিষয়ে আমরা আরও সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিবো। চারজনের ভিজিটিং কার্ড পেয়েছি। আরও প্রমাণ পেতে র‌্যাব সদস্যরা তাদের নজরদারিতে রাখছে।

পাসর্পোট অফিসের ডিজি মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি এ বিষয়ে আমাদের যথেষ্ট সহযোগিতাও করছে বলেও জানান তিনি।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাত জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পাসর্পোট অফিসের সামনে অভিযান চালিয়ে মোট ১৬৩ জন পাসর্পোট দালাল চক্রের সদস্যকে আটক করা হয়েছিল বলেও জানান তিনি।

র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাত ও সহকারী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.